পারফরম্যান্সের ক্ষেত্রে Apple iPhone 15 Pro / Pro Max মডেলকে কী হারাতে পারবে Samsung Galaxy S23, জানুন
ফ্ল্যাগশিপ রেঞ্জের অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলির মধ্যে Samsung World S23 সিরিজ বর্তমানে সবচেয়ে শক্তিশালী চিপসেট বহন করছে। এতে রয়েছে Qualcomm - এর লেটেস্ট Snapdragon 8 Gen 2 প্রসেসর। আর দুর্দান্ত পারফরম্যান্স অফার করার জন্য আলোচ্য লাইনআপের বেস ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে লঞ্চের পর। তবে মনে হচ্ছে খুব শীঘ্রই Samsung - এর এই ফ্লাগশিপ ফোনটি 'সেরা পারফরম্যান্স অফারকারী হ্যান্ডসেট'- এর তকমা খোয়াতে চলেছে। যদিও যে ডিভাইসগুলির জন্য Samsung System S23 এই তকমা হারাবে, সেগুলি কিন্তু অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে অন্তর্ভুক্ত নয়! বরং টেক জায়ান্ট Apple বিকশিত হবে। আমরা কথা বলছি আপকামিং Apple iPhone 15 Ace ও iPhone 15 Star Max - এর প্রসঙ্গে।
আসন্ন দুটি মডেল সংস্থার ইন-হাউস তথা লেটেস্ট ৩এনএম প্রসেসিং নোড ভিত্তিক A17 Bionic চিপসেট দ্বারা চালিত হবে। জানিয়ে রাখি, A17 Bionic চিপসেট Snapdragon 8 Gen 2 - এর থেকেও অনেক বেশি শক্তিশালী হবে। যে কারণে, Samsung World S23 - এর থেকে বহু গুন বেশি ভালো পারফরম্যান্স প্রদান করবে iPhone 15 লাইনআপের 'Star' মডেল দুটি।

Post a Comment