মোবাইল গ্রাফিকসে অপোর নতুন চমক

সিগগ্রাফ ২০২৩-এ রে ট্রেসিং, গ্রাফিকস রেন্ডারিং ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে অপো। এই কনফারেন্স চলাকালে উপস্থিত দর্শকরা অপো ফাইন্ড এক্স৬ প্রো, ওয়ানপ্লাস ১১ এবং অপো প্যাড-২ -এর মতো শীর্ষস্থানীয় ডিভাইসগুলোর ডেমো দেখার মধ্য দিয়ে একটি ভিজ্যুয়াল অভিজ্ঞতা লাভ করতে যাচ্ছেন   

মোবাইল রে ট্রেসিংয়ে নতুন মাত্রা নিয়ে এলো রিফাইন্ড ফিসরে ইঞ্জিন। অপো মোবাইল ডিপ লার্নিং সুপার স্যাম্পলিং হাই রেজুলেশন ইমেজ ও লো পাওয়ার কনজাম্পশনের একটি নিখুঁত সমন্বয়।

অপোর কম্পিউটিং অ্যান্ড গ্রাফিকস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান চেন লি বলেন, মোবাইল গ্রাফিকস ও কম্পিউটার ভিশনের ডেভেলপমেন্টে উৎসাহ প্রদানে অপো সবসময়ই বদ্ধপরিকর। গত বছর আমরা কোয়ালকম টেকনোলজিসের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে একটি অসাধারণ হার্ডওয়্যারভিত্তিক মোবাইল রে ট্রেসিং অভিজ্ঞতা আনার চেষ্টা করেছি। বিভিন্ন প্রযুক্তির ডেমোর মধ্য দিয়ে সিগগ্রাফ অডিয়েন্সের সঙ্গে আমরা আমাদের সর্বশেষ অগ্রগতির কথা ভাগ করে নিতে চাই।



Post a Comment

Previous Post Next Post